রাজশাহী কলেজ ই-আর্কাইভ একটি আধুনিক আর্কাইভ ওয়েবসাইট। রাজশাহী কলেজের ইতিহাস এবং ঐতিহ্যের পিছনে এমন কিছু ব্যক্তির অবদান রয়েছে যারা রাজশাহী কলেজ এর জন্য বেশ উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ন। তাছাড়া রাজশাহী কলেজ এর ঐতিহাসিক এবং প্রত্নতাত্বিকভাবে কিছু গুরুত্বপূর্ন ভবন বা স্থাপনা রয়েছে যা রাজশাহী কলেজ কে উপস্থাপন করে। আর রয়েছে রাজশাহী কলেজ এর দক্ষ শিক্ষক মন্ডলী। তাই রাজশাহী কলেজ ই-আর্কাইভ এর একটি সাধারন মান বজায় রাখতে এর কিছু অন্তর্ভুক্তি যোগ্যতা নিয়ম দেয়া হলো।
বিভাগ এর নিবন্ধ
রাজশাহী কলেজের বিভিন্ন অনুষদের অধীনে বেশ কিছু বিভাগ আছে যা প্রত্যেকটি গুরুত্বপূর্ন এবং প্রতিটি বিভাগের নামে নিবন্ধ করা হয়েছে। তাই আপাতত নতুন করে নিবন্ধ তৈরির কোন প্রয়োজন নাই।
ছাত্র সংগঠন বা সংঘ এর নিবন্ধ
- রাজশাহী কলেজ এর স্বীকৃত সকল সামাজিক, সাংস্কৃতি বা অন্যান্য সংগঠন এর জন্য ই-আর্কাইভ পাতা তৈরি করা যাবে।
- তবে কেবল মাত্র গঠিত হয়েছে এরকম ছাত্র সংগঠন বা সংঘ এর জন্য অবশ্যই কোন ম্যাগাজিন বা রাজশাহী কলেজের ওয়েবসাইটে প্রকাশিত লিংক দিতে হবে।
- রাজশাহী কলেজ এর স্বীকৃত সকল সামাজিক, সাংস্কৃতি বা অন্যান্য সংগঠন অতীতে ছিলো এখন নাই এরকম হলেও তার ব্যাপার লিখা যাবে।
- রাজনৈতিক সংগঠনের রাজশাহী কলেজে শাখা থাকলে, তার বিষয়ে নিবন্ধ থাকতে পারবে ।
বিশিষ্ট ব্যক্তি নিবন্ধ
- রাজশাহী কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা রেখেছেন এরকম ব্যক্তি রাজশাহী কলেজ এর শিক্ষক বা ছাত্র না হলেও রাজশাহী কলেজ ই-আর্কাইভে থাকার জন্য উল্লেখযোগ্য হবেন।
প্রশাসনিক ব্যক্তি নিবন্ধ
- রাজশাহী কলেজ এর গুরুত্বপূর্ন প্রশাসনিক পদে অধিষ্ঠিত ব্যক্তি এর নামে লিখা যাবে।
- রাজশাহী কলেজ এর সকল অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান গন এর নামে প্রাধান্য দিয়ে পাতা করতে হবে।
শিক্ষক নিবন্ধ
- রাজশাহী কলেজের সকল বর্তমান শিক্ষক রাজশাহী কলেজ ই-আর্কাইভ এর জন্য উল্লেখযোগ্য।
- রাজশাহী কলেজের সকল প্রাক্তন শিক্ষক রাজশাহী কলেজ ই-আর্কাইভ এর জন্য উল্লেখযোগ্য।
ছাত্র নিবন্ধ
- স্বীকৃত ছাত্র সংগঠনের সভাপতি এবং সভাপতি এর পরের পদ মানে সম্পাদক বা সাধারন সম্পাদক এর নামে পাতা থাকতে পারবে।
- রাজশাহী কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী যদি বাংলাদেশের জাতীয় কোন পুরস্কারে ভুষিত হন তাহলে তার নামে পাতা করা যাবে।
- রাজশাহী কলেজ এর কোন শিক্ষার্থী যদি আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং সাফল্য অর্জন করে তাহলে তার নামে ই-আর্কাইভ পাতা থাকতে পারবে।
- কোন শিক্ষার্থী যদি কোন প্রকার উদ্ভাবনী কোন কাজ করে যা রাজশাহী কলেজ এর উন্নয়নের অংশ হিসেবে প্রতিষ্ঠিত তাহলে তার নামে ই-আর্কাইভ পাতা থাকতে পারবে।
বিশেষ ঘটনার নিবন্ধ
- ঐহিহাসিক ভাবে গুরুত্বপূর্ন কোন ঘটনা যা রাজশাহী কলেজ এর বিভিন্ন প্রকাশনায় একাধিকবার উল্লেখ আছে এমন নিবন্ধ।
- এমন কোন বিশেষ ঘটনা যা রাজশাহী কলেজ এর সিস্টেম এ পরিবর্তন এনেছে।
এছাড়াও প্রয়োজনে এই অন্তর্ভুক্তি যোগ্যতা পরিবর্তন পরিবর্ধন বা বাদ দেওয়া হতে পারে।