রাজশাহী কলেজের অধ্যক্ষ

রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে

রাজশাহী কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন, যিনি রাজশাহী জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি পাঁচ বছর (১৮৭৩-১৮৭৮) এই কলেজের অধ্যক্ষ্যের দায়িত্বে ছিলেন। এছাড়াও বিভিন্ন কার্যকালে এ পর্যন্ত রাজশাহী কলেজে মোট ৫৬ জন অধ্যক্ষ দায়ীত্বপালন করেছেন। তাদের তালিকা নিচে দেওয়া হলো।-

কার্যকালসহ অধ্যক্ষগণের তালিকা

ক্র. অধ্যক্ষের নাম কার্যকাল শুরু কার্যকাল শেষ
মি. হরগোবিন্দ সেন (রাজশাহী জিলা স্কুল এর হেড মাষ্টার) ১৮৭৩ ১৮৭৮
এফ. টি. ডাওডিং ১৮৭৮ ১৮৮০
এ. সি. এডওয়ার্ড ১৮৮০ ১৮৮৭
ডাবলু. বি. লিভিংস্টোন ১৮৮৭
জি. ডাবলু. বি. টেপার ১৮৮৭
ডাবলু. বি. লিভিংস্টোন ১৮৮৭ ১৮৯৭
মি. রায় কুমুদিনী কান্ত বানারজি বাহাদুর ১৮৯৭ ১৯১৯
ড. পি. নিয়োগী ১৯১৯
মি. রায় কুমুদিনী কান্ত বানারজি বাহাদুর 1920
১০ কৃষ্ণ চন্দ্র ভট্টাচার্য ১৯২৪
১১ এ. এন. মৈত্র ১৯২৫ ১৯২৬
১২ টি. টি. উইলিয়ামস ১৯২৬ ১৯২৭
১৩ এ. কে. মুখারজি ১৯২৭ ১৯২৮
১৪ টি. টি. উইলিয়ামস ১৯২৮ ১৯৩০
১৫ বি. এম. সেন ১৯৩০ ১৯৩১
১৬ রায় হেম চন্দ্র দে বাহাদুর ১৯৩১ ১৯৩২
১৭ ডাবলু. এ. জেংকিন্স ১৯৩২ ১৯৩৩
১৮ হারিলাল চৌধুরি (অধ্যক্ষ) ১৯৩৩
১৯ পি. ডি. শাস্ত্রী ১৯৩৩ ১৯৩৫
২০ জে. এম. বস ১৯৩৫ ১৯৪০
২১ এস. কে. বেনারজি ১৯৪০
২২ স্নেহময় দত্ত ১৯৪১ ১৯৪৫
২৩ মমতাজ উদ্দিন আহমেদ ১৯৪৫ ১৯৫০
২৪ আই. এইচ. জুবেরি ১৯৫০ ১৯৫১
২৫ এম. তাহের জামিল ১৯৫১
২৬ এ. কারিম মণ্ডল ১৯৫১
২৭ এ. মুনেম ১৯৫১ ১৯৫২
২৮ সলোমন চৌধুরী ১৯৫২ ১৯৫৪
২৯ মোঃ শামস-উল-হক ১৯৫৪ ১৯৫৬
৩০ আব্দুল হক ১৯৫৬ ১৯৫৯
৩১ শামসুজ্জামান চৌধুরী ১৯৫৯ ১৯৬১
৩২ এম. এ. হাই ১৯৬১ ১৯৬৯
৩৩ ইলিয়াস আহমেদ ১৯৬৯ ১৯৭০
৩৪ এম. শামসুদ্দিন মিয়া ১৯৭০ ১৯৭২
৩৫ নুরুর রহমান খান ১৯৭২ ১৯৭৬
৩৬ এম. নইমুদ্দিন ১৯৭৬ ১৯৭৯
৩৭ লুতফর রহমান ১৯৭৯ ১৯৮১
৩৮ এস. এম. আব্দুর রহমান ১৯৮১ ১৯৮৩
৩৯ মোঃ তামিজুল হক ১৯৮৩ ১৯৮৪
৪০ আবুল কাসেম ১৯৮৪ ১৯৯০
৪১ মোঃ শামসুর রহমান ১৯৯০ ১৯৯২
৪২ মোঃ সেরাজুল ইসলাম ১৯৯২ ১৯৯৩
৪৩ শামসুদ্দিন আহমেদ ১৯৯৩ ১৯৯৫
৪৪ এ. এস. এম. মোয়ররফ ১৯৯৫ ১৯৯৬
৪৫ গোলাম রাব্বানি ১৯৯৬ ১৯৯৬
৪৬ শের মোহাম্মদ ১৯৯৭ ১৯৯৭
৪৭ মোঃ ইউনুস আলী দেওয়ান ১৯৯৭ ১৯৯৮
৪৮ আক্তার বানু ১৯৯৮ ১৯৯৯
৪৯ আব্দুল হাই চৌধুরী ১৯৯৯ ১৯৯৯
৫০ আরুন কুমার ভট্টাচার্য ২০০০ ২০০০
৫১ কে. এম. জালাল উদ্দিন আকবর ২০০০ ২০০২
৫২ আব্দুর বাসির ২০০২ ২০০৪
৫৩ মোঃ আশরাফুল ইসলাম ২০০৪ ২০০৫
৫৪ মোঃ শামস উল হক ২০০৫ ২০০৮
৫৫ আলী রেজা মোঃ আব্দুল মজিদ ২০০৮ ২০১৪
56 প্রফেসর মহা. হবিবুর রহমান ২০১৪ চলছে